ভারতের বিরুদ্ধে আবারও গুরুতর অভিযোগ এনেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ভারত-কানাডা সম্পর্ক যখন প্রায় তলানিতে তখন চলমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন তিনি।
জাস্টিন ট্রুডো বলেন, সাউথ এশিয়ার বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিকদের হুমকি দেয়ার ক্ষেত্রে ভারতীয় এজেন্টরা যে জড়িত, তার প্রমাণ রয়েছে পুলিশের কাছে।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জাস্টিন ট্রুডোর অভিযোগ, এই বিষয়ে ভারত সরকারকে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।
খলিস্তানি সন্ত্রাসী খুনের পর থেকে ভারত-কানাডার মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। শুধু তাই না, ভারতে অবস্থিত কানাডা হাইকমিশন থেকে উচ্চপদস্থ ৬ জন কানাডিয়ান কূটনীতিককে এই আবহে দেশ ছাড়তে বলে সময়সীমা বেঁধে দিয়েছে ভারত সরকার।
সম্প্রতি লাওসে আসিয়ান সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাক্ষাৎ হয়। তবে দুই দেশের কূটনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়নি দুই প্রধানমন্ত্রীর মাঝে।
জাস্টিন ট্রুডো বলেন, ভারত নিজেদের লাভের জন্য, তাদের এজেন্টরা খুন পর্যন্ত করেছেন। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই বিষয়ে আমরা বারবার ভারত সরকারকে অবগত করেছি, তারা বারবার আমাদের কোনো জবাব দেননি।
গত বছর কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো অভিযোগ করেন নিজ্জরের হত্যার ঘটনায় ভারতের যোগসূত্র থাকতে পারে। তবে সেই অভিযোগ অস্বীকার করেছে ভারত।
খুলনা গেজেট/এনএম