বিদ্রোহের আগুনে দাও দাও করে জ্বলছেন ভারতের কৃষক ও ক্ষেতমজুররা। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ- র সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এবার সারা ভারত কৃষক সংগ্রাম সমন্বয় মোর্চা এবার শুক্রবার (এগারোই ডিসেম্বর) রাস্তা অবরোধের ডাক দিল। ১৪ ডিসেম্বর এই মোর্চা সারা ভারতে প্রতিবাদ দিবস পালন করবে সর্বনাশা কৃষি আইন বাতিলের দাবিতে।
সর্বভারতীয় কৃষক সংগ্রাম সমন্বয় মোর্চার আহ্বায়ক হান্নান মোল্লা, যোগেন্দ্র যাদব ও অতুল আনজান বলেন, আলোচনার সমস্ত দরজা বন্ধ। এখন কৃষক- ক্ষেতমজুররা লাগাতার আন্দোলনের পথে। এটাকে কৃষকদের কাছে আরেকটি মুক্তির সংগ্রাম। শুক্রবার ভারতের অন্যতম দীর্ঘতম জাতীয় সড়ক দিল্লি- জয়পুর জাতীয় সড়ক অবরোধ করা হবে ।এর প্রভার পড়বে গ্রাণ্ড ট্রাঙ্ক রোডে। দিল্লি সহ সমগ্র পশ্চিম ভারত কার্যত অবরুদ্ধ থাকবে। এটা সব রাজ্যে জারি থাকবে। দিল্লিতে ত্রিশ লাখ কৃষকের বিদ্রোহের আগুনে রাজধানী ও তার আশপাশ কার্যত অচল।
সারা ভারত জাতীয় কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী, সিপি আই এম – এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সিপিআই- এর সাধারণ সম্পাদক ডি রাজা বলেন, ভারতে কৃষক- ক্ষেতমজুরদের কাছে এটি একটি স্বাধীনতা সংগ্রাম। তাই কৃষি আইন বাতিল করতে এই আন্দোলন লাগাতার চলবে। একই কথা বলেন লোকসভার বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধূরী। তিনি বলেন কৃষক- ক্ষেতমজুর ঠকিয়ে কোনো সরকার রেহাই পাবে না।
খুলনা গেজেট/এনএম