রোববার বিশেষ ট্রেনযোগে ভারতের ঝাড়খণ্ড প্রদেশের জামশেদপুর থেকে আসা তরল অক্সিজেন আগামী সপ্তাহে খুমেক হাসপাতালে আসবে। লিন্ডে বাংলাদেশ নামক একটি বিদেশি প্রতিষ্ঠান বেনাপোল স্থলবন্দর দিয়ে অক্সিজেন আমদানি করেছে। খুমেকে লিন্ডে বাংলাদেশ’র অক্সিজেন বুথ শনিবার উদ্বোধন হয়।
দেশব্যাপী চাহিদার পরিপ্রেক্ষিতে ভারত থেকে এই প্রথমবারের মত তরল অক্সিজেন আমদানি হয়েছে। ভারতের জামশেদপুর থেকে আমদানিকৃত অক্সিজেন চাহিদার পরিপ্রেক্ষিতে দেশের সব স্থানে পাঠানো হবে।
লিন্ডে বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা রেহানুমা তারান্নুম জানিয়েছেন খুমেক হাসপাতালে উদ্বোধনকৃত অক্সিজেন বুথে আগামী সপ্তাহে প্রথম চালান এসে পৌছাবে। অনুরূপভাবে দক্ষিণাঞ্চলের অন্যান্য হাসপাতালগুলোতেও অক্সিজেন পাঠানো হবে। মঙ্গলবার ২৭ জুলাই বেনাপোল বন্দর অক্সিজেনবাহী আরেকটি ট্রেন সিরাজগঞ্জের বঙ্গবন্ধুর সেতুর পশ্চিমপাড় সায়েদাবাদে এসে পৌছাবে।
খুমেক’র সুত্র বলেছেন, রোগীরা অক্সিজেন চাহিদা মোতাবেক গ্রহণ করতে পারবে।
লিন্ডে বাংলাদেশ লিমিটেড খুলনার ডিপো ম্যানেজার মোঃ সরোয়ার হোসেন তথ্য দিয়েছেন ২০১৯ সালের তুলনায় এবছর খুলনা ডিপো থেকে দ্বিগুণ অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে। দু’বছর আগে দক্ষিণাঞ্চলে প্রতিদিন ছোট সিলিন্ডার ২৫ টি, বড় সিলিন্ডার ১৮টি’র চাহিদা ছিল। এবছর উভয় সিলিন্ডারের সরবরাহ দ্বিগুণ। ছোট সিলিন্ডারের অক্সিজেনের মূল্য ২৩১ টাকা এবং বড় সিলিন্ডারের অক্সিজেনের মূল্য ৭৮৪ টাকা। সিলিন্ডার সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষই সরবরাহ করে। এখন তরল অক্সিজেনের কোনো সংকট নেই।
এ প্রতিষ্ঠানের স্থানীয় সূত্র তথ্য দিয়েছেন খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, গোপালগঞ্জ, যশোর, নড়াইল এবং পিরোজপুর জেলার একাংশে মোট ৫০ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রতিদিনই তরল অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।