খুলনার দুর্নীতিবাজ সাবেক এমপি সালাম মুর্শিদীর পিএস, খুলনার রুপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার মিত্র ভারতে পলায়নকালে সাতক্ষীরায় বিজিবির হাতে আটক হয়েছে। সোমবার (২৬ আগস্ট) পৌনে ৪টার দিকে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় বিজিবি তাকে আটক করে।
চঞ্চল কুমার মিত্র খুলনার রূপসা উপজেলার তিলক গ্রামের সাধন কুমার মিত্রের ছেলে। তিনি খুলনার সাবেক এমপি সালাম মুর্শিদীর একান্ত সচিব (পিএস) ও খুলনার রুপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
বিজিবি সুত্র জানায়, চঞ্চল কুমার মিত্র বৈধ পাসপোর্টে ভারতে যাওয়ার জন্য সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টে আসেন। বিষয়টি জানতে পেরে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের আওতাধীন ভোমরা বিওপির একটি টহল দলের সদস্যরা তাকে আটক করে।
উল্লেখ্য যে, সাবেক ফুটবলার ও সংসদ সদস্য সালাম মুর্শিদীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর অর্থ আত্মসাৎ এর মামলা/ অনুসন্ধান চলমান। একই এলাকার বাসিন্দা এবং একান্ত সহকারী হিসেবে চঞ্চল কুমার মিত্র সালাম মুর্শিদীর অপকর্মের সহযোগী হিসেবে পরিচিত।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার এড়াতে তিনি ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মারামারির জন্য খুলনার রূপসা থানায় আটক চঞ্চল কুমার মিত্রের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
খুলনা গেজেট/এনএম