যশোর-বেনাপোল সড়কের চাচড়া নামক স্থানে অভিযান চালিয়ে ১০ টি স্বর্ণের বারসহ সুমন মিয়া (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
সোমবার (১৭ মে) সকালে যশোরের চাচড়া মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সুমন মিয়া বেনাপোলের সাদিপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, বেনাপোল কোম্পানি সদরের আমড়াখালী চেকপোস্টে কর্মরত বিজিবি সদস্য হাবিলদার নুরুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে চোরাচালান বিরোধী তল্লাশি অভিযান পরিচালনা করেন। অভিযানে চাচড়া মোড় নামক স্থানে একটি বাসে একজন সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে সে পালানোর চেষ্টা করে।
তাকে আটকের পর দেহ তল্লাশি করে অভিনব কায়দায় প্যান্টের ভিতরে লুকিয়ে রাখা ১০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১.১৬৩ কেজি। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৬৭ লাখ টাকা।
লে. কর্নেল সেলিম রেজা আরও জানান, ভারতে পাচারের উদ্দেশে ওই স্বর্ণের বার সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।
খুলনা গেজেট/কেএম