ভারতে করোনার সংক্রমণ বেড়েই চলছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৯৩ হাজার করোনায় সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। যা দৈনিক করোনা শনাক্তে বিশ্বে রেকর্ড। রোববার (৪ এপ্রিল) টাইমস অব ইন্ডিয়ার অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, করোনায় আক্রান্ত হয়ে শনিবার (৩ এপ্রিল) ৫০০ জন মারা গেছেন। চার মাস পর করোনায় আক্রান্ত হয়ে এতে বেশি লোক মারা গেলেন। গত ২ এপ্রিল দেশটি ৮৯ হাজার লোকের করোনা শনাক্ত হয়।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, ভারতে এখন পর্যন্ত মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ২৪ লাখ ৮৪ হাজার ১২৭ জন। মারা গেছেন ১ লাখ ৬৪ হাজার ৬৫৫ জন।
টাইমস অব ইন্ডিয়ার খবরে আরও বলা হয়, গত বছরের অক্টোবরে ভারতে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছিল। তখন সাত দিন ধরে করোনা সংক্রমণ ছিল বিশ্বের সর্বোচ্চ। বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান তৃতীয়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল।
যুক্তরাষ্ট্রে মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ১৩ লাখ ৮৩ হাজার ১২৬ জন। মৃতের সংখ্যা ৫ লাখ ৬৮ হাজার ৫১৩ জন।ব্রাজিলে মোট শনাক্তের সংখ্যা ১ কোটি ২৯ লাখ ৫৩ হাজার ৫৯৭ জন। মারা গেছেন ৩ লাখ ৩০ হাজার ২৯৭ জন।
ভারতে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। এই তালিকায় আরও রয়েছে কর্ণাটক, উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু ও দিল্লির নাম।
খুলনা গেজেট/এনএম