ভারতের ওড়িশার বালাসোরের কাছে স্মরণকালের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোনও বাংলাদেশি নিহত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি। ১০ বাংলাদেশির নিখোঁজের বিষয়ে ফোন পেয়েছিল কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন। তবে তাদের সবার খোঁজ মিলেছে বলে জানিয়েছেন ডেপুটি হাই কমিশনার আন্দালিব ইলিয়াস।
তিনি বলেন, ‘১০ জন বাংলাদেশির বিষয়ে তাদের নিকটাত্মীয়রা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তাদের সবাইকে আমরা খুঁজে পেয়েছি। কয়েকজন সামান্য আহত হয়ে হাসপাতালে ছিলেন। এখন কেউ আর হাসপাতালে নেই।’
দুর্ঘটনার পর ৪৮ ঘণ্টা পার হয়ে গেছে। এখন পর্যন্ত আর কেউ যোগাযোগ করেনি জানিয়ে ডেপুটি হাই কমিশনার আন্দালিব ইলিয়াস বলেন, ‘তবে আমরা হটলাইনটি চালু রাখছি। কারও কাছে যদি কোনও খবর থাকে, তবে আমরা উৎসাহিত করবো আমাদের জানানোর জন্য।’
তিনি বলেন, ‘ঘটনাস্থলে আমরা যে টিম পাঠিয়েছিলাম, তারা আজ রাতেই ফিরে কলকাতায় আসছে।’
খুলনা গেজেট/কেডি