ভারতজুড়ে আরও উদ্বেগ বাড়াল করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় দেশটিতে এক লাফে করোনায় আক্রান্তের সংখ্যা ২৩ শতাংশ বেড়েছে। একই সময়ের মধ্যে দেশটিতে বেড়েছে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও। বুধবার (৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যম বলছে, মঙ্গলবার ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১৩ হাজারের মধ্যে থাকলেও বুধবার তা এক ধাক্কায় ১৬ হাজারের গণ্ডি পার করেছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে কোভিডে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৫৯ জনে। মঙ্গলবার এই সংখ্যা ছিল ১৩ হাজার ৮৬ জন।
অর্থাৎ গত একদিনে ভারতে ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে করোনা সংক্রমণ। এতে করে মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৩৫ লাখ ৪৭ হাজার ৮০৯ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে বেড়েছে মৃতের সংখ্যাও। গত একদিনে দেশটিতে মারা গেছেন ২৮ জন। এর মধ্যে মহারাষ্ট্র ও কেরালায় ছয় জন, দিল্লি ও পশ্চিমবঙ্গে তিন জন, গোয়া ও কর্নাটকে দু’জন এবং পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু ও উত্তর প্রদেশে এক জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার এই সংখ্যা ছিল ১৯ জন। এতে করে মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২৫ হাজার ২৭০ জনে।
গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ৩.৫৬ শতাংশে। মঙ্গলবার দৈনিক সংক্রমণের এই হার ছিল ২.৯০ শতাংশ।
সংবাদমাধ্যম বলছে, করোনা সংক্রমণের দিক দিয়ে ভারতে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ৩ হাজার ৯৮ জনের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। এরপরই রয়েছে তামিলনাড়ু।
এই রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৬২ জন। করোনা সংক্রমিতের সংখ্যায় তৃতীয় স্থানে রয়েছে কেরালা। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬০৩ জন।
ভারতে এখন পর্যন্ত ১৯৮ কোটি ২০ লাখ ৮৬ হাজার ৭৬৩ ডোজ টিকা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৫ হাজার ৩৯৪ জন। এখনও পর্যন্ত দেশটিতে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ২৯ লাখ ৭ হাজার ৩২৭ জন। দেশটিতে বর্তমানে সুস্থতার হার ৯৮.৫৩ শতাংশ।