সুন্দরবনের ভারতীয় অংশে দেশটির বনদপ্তরের হাতে আটক হয়েছেন পাঁচ বাংলাদেশি। আটক হওয়া ব্যক্তিরা হলেন, ওলিউর রহমান, মহম্মদ আসাদুল, মহম্মদ মোফিজুর রহমান, সৈদুল সেখ ও আলম গাজি। তারা সবাই সাতক্ষীরা জেলার বাসিন্দা।
গত ৭ এপ্রিল থেকে সুন্দরবনের জঙ্গলে শুরু হয় মধু সংগ্রহের কাজ। ১৫ দিনের বৈধ অনুমতি নিয়েই ৭৫টি দলে ভাগ হয়ে বসিরহাট রেঞ্জ ও সজনেখালি রেঞ্জ অফিস থেকে মোট ৫৭৬ জন মৌলি জঙ্গলে ঢুকেছেন মধু সংগ্রহের জন্য। এ সময় সুন্দরবনের ভারতীয় অংশে বাংলাদেশিরা ঢুকে পরেন।
এদিকে চলতি বছর মধুসংগ্রকারীদের নিরাপত্তার জন্য পশ্চিমবঙ্গ বন দপ্তর তৈরি করে ‘অপারেশান গোল্ডেন হানি’ নামে একটি বিশেষ টিম। মৌলিদের নিরাপত্তা দিতে রেঞ্জ অফিসার স্বপন মাঝির নেতৃত্বে চামটা, লুধিরদুয়ানি ও ভুরকুন্ডা রেঞ্জ এলাকায় দিনেরাতে নদীতে পেট্রোলিং দিচ্ছেন তারা।
জানা গেছে, ১৮ এপ্রিল নজরদারি চালানোর সময় একটি নৌকায় পাঁচজনকে দ্রুত বাংলাদেশের দিকে পালিয়ে যেতে দেখলে স্পিডবোট নিয়ে তাদের ধাওয়া করেন অপারেশান গোল্ডেন হানির সদস্যরা। পরে তাদের বোটসহ আটক করা হয়।
সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন জানিয়েছেন, সব মিলিয়ে পাঁচজনকে আটক হয়েছে। তাদের বোটের থেকে ৪ ড্রাম মধু উদ্ধার করা হয়েছে। বোট এবং মধু বাজেয়াপ্ত করা হয়েছে। শনিবার (২২ এপ্রিল) গ্রেপ্তারকৃতদের বনদপ্তর সুন্দরবন কোস্টাল থানার হাতে তুলে দেয়া হয়েছে।
খুলনা গেজেট/ এসজেড