খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নগরীর জিরোপয়েন্টে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ২৫ নেতাকর্মী গ্রেপ্তার
  নতুন রাজনৈতিক দল নিবন্ধনের সময় বাড়ল ২২ জুন পর্যন্ত

ভারতীয় আধিপত্যবাদ বিরোধিতাই জুলাই বিপ্লবের মূল দর্শন : মাহমুদুর রহমান

গেজেট ডেস্ক

দৈনিক আমার দেশের সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, ভারতীয় আধিপত্যবাদ বিরোধিতাই জুলাই বিপ্লবের মূল দর্শন। এই বিপ্লবের রাজনৈতিক আদর্শ ছিলো বৈষম্যের বিরুদ্ধে অবস্থান গ্রহণের পাশাপাশি বাংলাদেশে ইসলামোফোবিয়া প্রতিরোধ ও ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলা করা। শনিবার (১৯ এপ্রিল) ইস্তানবুলের টিকারেট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক বাংলাদেশ স্টাডিজ কনফারেন্স’-এ প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, জুলাই বিপ্লব শুধু ভারতীয় পৃষ্ঠপোষক শেখ হাসিনার সরকার পতনে সীমাবদ্ধ ছিল না; বরং এটি স্বাধীন বাংলাদেশকে ভারতীয় অঘোষিত উপনিবেশে পরিণত করার চক্রান্তকে রুখে দিয়েছে।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লব দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে ভুটানের মতো করদ রাজ্যে পরিণত করার ষড়যন্ত্র থেকে রক্ষা করে- দেশকে এনে দিয়েছে প্রকৃত স্বাধীনতার স্বাদ।

তুরস্কভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘সেন্টার ফর পলিসির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আরও বক্তব্য রাখেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোয়ানের সাবেক উপদেষ্টা ও খ্যাতনামা সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. ইয়াসিন আকতাই।

এছাড়াও বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ইসমাইল হোসেন, সুইডেনের সাবেক মন্ত্রী মেহমেত কাপলান, তুর্কি সংসদ সদস্য দোয়ান বেকিন এবং বাংলাদেশ সরকারের আনকারাস্থ রাষ্ট্রদূত এম. আমানুল হকসহ কূটনীতিকগণ।

কনফারেন্স আয়োজক সংস্থা CPSR–এর চেয়ারম্যান ড. হাফিজুর রহমান বলেন, “জুলাই বিপ্লব নিয়ে এটিই প্রথম আন্তর্জাতিক কনফারেন্স। আমরা ঘোষণা করছি- এই বিপ্লব-পরবর্তী বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণে বিশ্বের গবেষকদের একত্র করেছি। পাশাপাশি আমরা ‘বাংলাদেশ স্টাডিজ’ নামে একটি গবেষণা জার্নাল প্রকাশ করতে যাচ্ছি, যা নতুন বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!