ভারতের আগরতলায় বাংলাদেশী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকায় অগ্নিসংযোগ ও আগ্রাসনের বিরুদ্ধে যশোরের অভয়নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে যশোর খুলনা মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের নির্দেশনায় মিছিলটি নওয়াপাড়া মডেল স্কুল গেটের সামনে থেকে শুরু করে প্রফেসরপাড়া মোড় ঘুরে যশোর খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে নুরবাগ মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এসময় বক্তারা বলেন, উগ্র হিন্দুত্ববাদী সংগঠন কর্তৃক বাংলাদেশের হাইকমিশনে ভাংচুর করে বাংলাদেশের জাতীয় পতাকায় অগ্নি সংযোগ করে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, আমাদের বুকে আগুন জ্বেলেছে। আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম করতে প্রস্তুত রয়েছি। আমরা ভারতীয় আগ্রাসন কখনো মেনে নেবো না। ভারতের আশ্রয়ে প্রশ্রয়ে থাকা শেখ হাসিনার প্রসঙ্গ টেনে বক্তারা আরো বলেন, দিল্লিতে বসে ষড়যন্ত্র করে লাভ হবেনা। জাতি হিসাবে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা সকল ষড়যন্ত্র রুখে দেব ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নওয়াপাড়া পৌর শাখার সভাপতি আলম মোল্যা, সাধারণ সম্পাদক শফিকুজ্জামান সবুর, স্বেচ্ছাসেবক দলের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি লিটু শেখ, স্বেচ্ছাসেবক দল নেতা আল আমিন, আবু মুসা, মোহাম্মদ ইউসুফ, মনিরুজ্জামান মনি, সুজন শেখসহ অন্যন্যরা।
খুলনা গেজেট/ টিএ