বিশ্বকাপে মুখোমুখি হয়েছে এশিয়ার দুই পরাশক্তি ভারত ও শ্রীলঙ্কা। এই ম্যাচ জিতলেই সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করবে ভারত । অন্যদিকে সেমির আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই লঙ্কানদের। বৃহস্পতিবার (২ নভেম্বর) টস হেরে আগে ব্যাট করবে ভারত। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হয়েছে ম্যাচটি।
এই ম্যাচে লঙ্কান দলে এসেছে এক পরিবর্তন। ধনঞ্জয়া ডি সিলভার বদলে খেলবেন দুসান হেমন্থ। অপরদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে স্বাগতিকরা।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে, পথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, দুশান হেমান্থা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মহেশ থিকসানা, দিলশান মাদুশঙ্কা, কুশান রাজিথা ও দুশমন্থ চামিরা।
খুলনা গেজেট/এনএম