দাপটের সাথেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে আফগানিস্তান। স্কটল্যান্ডকে ১৩০ রানের রেকর্ড গড়া ব্যবধানে হারিয়ে মোহাম্মদ নবীর দল যেন বড় দলগুলোকে বার্তা দিয়ে রাখল। এমনটিই মনে করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
বিশ্বকাপে আফগানদের অংশগ্রহণ নিয়ে ছিল ঘোর অনিশ্চয়তা। দেশের রাজনীতির চিত্র বদলে যাওয়ায় পাকিস্তানের ক্রিকেট আছে একঘরে হয়ে পড়ার শঙ্কায়। নিজ দেশে অনুশীলন করতেও একসময় বেগ পেতে হয়েছে ক্রিকেটারদের।
অথচ এত টানাপড়েনের বিন্দুমাত্র ছাপ নেই দলটির পারফরম্যান্সে। শারজায় সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করতে আফগানরা জড়ো করে ১৯০ রান। এরপর স্কটল্যান্ডকে মাত্র ৬০ রানে গুঁড়িয়ে দেন মুজিব উর রহমান, রশিদ খানরা।
এমন বাদশাহি পারফরম্যান্সের পর আফ্রিদির ধারণা, ‘গ্রুপ টু’তে বড় দলগুলোর হুমকির কারণ হতে পারে আফগানিস্তান। নামিবিয়া ছাড়াও এই গ্রুপে আফগানিস্তান খেলবে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের মত শক্তিশালী দলের বিপক্ষে।
বিশ্বকাপ চলছে মরু দেশ আরব আমিরাতে। এখানে আফগানদের পারফরম্যান্স ভারত-পাকিস্তানের জন্য হতে পারে মাথাব্যথার কারণ, ধারণা আফ্রিদির। এক টুইট বার্তায় আফ্রিদি লিখেছেন, ‘এই দল নিশ্চিতভাবেই বড় দলগুলোকে বিপদে ফেলতে পারে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে।’
দারুণ জয়ে বিশ্বকাপ শুরু করা এশিয়ার দলটিকে প্রশংসায়ও ভাসিয়েছেন আফ্রিদি। তিনি লিখেন, ‘আফগানিস্তান কী পারফরম্যান্সটাই না দেখাল! এই দলে সত্যিই কয়েকজন ম্যাচ উইনার আছে। মানসম্পন্ন ব্যাটার আছে, বিশ্বমানের স্পিনার আছে। দারুণ করেছো মুজিব।’
খুলনা গেজেট/এনএম