রামপালের কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩ হাজার ৭শ’ ৫২ মেট্রিক টন কয়লা নিয়ে ভারতের কলকাতা বন্দর থেকে ছেড়ে আসা তিনটি কার্গো জাহাজ সোমবার ভোরে মোংলা বন্দরে এসে পৌঁছেছে।
এখানে মোংলা কাস্টমসের যাবতীয় কার্যপ্রক্রিয়া শেষে এ কয়লা বিদ্যুৎ কেন্দ্রে খালাস করা হবে। তবে এ কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানী হিসেবে নয়, ব্যবহৃত হবে কেন্দ্রটিতে কয়লা রাখার গোডাউনের (কোল সেড) মেঝে নির্মাণের জন্য। গত ৩ জুলাই কলকাতা বন্দর থেকে কয়লা বোঝাইয়ের পর জাহাজ তিনটি ৮ জুলাই সেখান থেকে ছেড়ে আসে।
এর আগে গত ৩ জুলাই কলকাতা বন্দরে এ কয়লা রপ্তানীর প্রথম চালানের উদ্বোধন করেন কলকাতা বন্দরের চেয়ারম্যান বিনীত কুমার।
বাগেরহাটের রামপালে এ তাপবিদ্যুৎকেন্দ্রটি তৈরি করছে বাংলাদেশ ও ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী লিমিটেড। ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন লিমিটেড (এনটিপিসি) ও বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (পিডিবি) এই দুটি কোম্পানী এখানে বিনিয়োগ করেছেন।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ আরো জানান, ‘রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে খুবই উন্নতমানের কয়লা ব্যবহার করা হবে। এখন যে কয়লা আনা হয়েছে এটি দিয়ে শুধু কয়লা সংরক্ষণের জন্য ৪টি কোল সেড (গুদামের মেঝে) তৈরির কাজে ব্যবহৃত হবে, জ্বালানী হিসেবে নয়।
খুলনা গেজেট/ টি আই