ভারত থেকে পালিয়ে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়া দুই পরিবারের ৭ সদস্যকে আটক করেছে ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
শনিবার (২৮ মে) সন্ধ্যায় উখিয়া লাম্বাশিয়া ক্যাম্প-১ ইস্ট, ব্লক- এফ১৪ থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ১৪ আমর্ড পুলিশের অধিনায়ক নাঈমুল হক।
আটককৃতরা হলেন- সাজান (২২), হামিদা বেগম (২১), ইব্রাহিম (৩), মোহাম্মদ তাহির (৩৩), আনোয়ার কলিম (২৫), সাইমা (৫), রমিনা (২)। তারা সবাই ভারত থেকে পালিয়ে এসেছেন।
নাঈমুল হক বলেন, ক্যাম্পে অভিযান চালিয়ে ৭ রোহিঙ্গাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ভারত থেকে পালিয়ে আসার কথা স্বীকার করেছে।
তিনি আরও বলেন, আটকদের ক্যাম্প ইনচার্জের (সিআইসি) কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে সিআইসি তাদের ট্রানজিট ক্যাম্পে পাঠাবে।