আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারত-চীনের ইন্টারনাল কনফ্লিক্টের প্রভাব যেনো বাংলাদেশে না পড়ে। রোববার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, চীন নির্বাচনে আমাদের সাপোর্ট করেছে। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে তারা দেখাও করেছে। সব মিলে সম্পর্ক আগের চেয়ে ভালো। তাই চীনের রাষ্ট্রদূতকে বলেছি, আরাকান আর্মির সাথে মিয়ানমার সরকারের দ্বন্দ্বের প্রভাব যেন বাংলাদেশের উপর না পড়ে, যেন তারা এই বিষয়ে পদক্ষেপ নেয়।
তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে চায়না এ বিষয়ে একটা ভূমিকা রাখতে পারে। ১৩ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অতিরিক্ত একটা বোঝা। আগে যেভাবে সাহায্য সহযোগিতা আসতো এখন সেটা আসে না।
কাদের বলেন, আরাকান আর্মি মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা। আমাদের সাথে যুদ্ধ না কিন্তু আমাদের সীমান্তে এসে যখন যুদ্ধ হয় তখন স্বাভাবিক কারণে ভয়ভীতি আমাদের নাগরিকদের মাঝে ছড়িয়ে পড়তে পারে।
খুলনা গেজেট/এনএম