খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৪৫
  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি

ভবন ধসে মিশরে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

মিশরের রাজধানী কায়রোতে পাঁচতলা একটি ভবন ধসে ৯ জনের মৃত্যু হয়েছে। কায়রো নিরাপত্তা পরিচালক এ তথ্য জানিয়েছেন। ভবন ধসের পর উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ শুরু করেন। খবর আরব নিউজ

কেন্দ্রী কায়রোর উত্তরে অবস্থিত হাদায়েক আল কোব্বার পাশে মাকাউই এলাকায় এ ঘটনা ঘটে। ভবনটি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই নির্মাণ করা হয়।

ওই এলাকার বাসিন্দারা সোমবার হঠাৎ করে জেগে ওঠে। এরপরই তারা ভবন ধসে পড়ার খবর পায়। সিভিল প্রোটেকশন এবং পুলিশ অফিসারদের ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। এছাড়া ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ক্রুসহ উদ্ধার সরঞ্জাম পাঠানো হয়।

কারোর গভর্নর খালেদ আবদের আল বলেন, ভবন ধসের পড়ার প্রকৃত কারণ জানকে ইঞ্জিনিয়ারদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। ভবনটি ধসে পড়ার পর বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ধ্বংসস্তূপ না সরানো পর্যন্ত কাজ চলবে।

ভবন ধসে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে সামাজিক সংহতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৬০ হাজার মিশরীয় পাউন্ড দেওয়া হবে।

স্থানীয় উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী হিশাম আমনা বলেন, নির্বাহী সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে কেউ চাপা পড়ে আছে কিনা তা দেখা হচ্ছে।

এ ঘটনার একদিন আগেই মিশরের উত্তরাঞ্চলে আরও একটি ভবন ধসে পড়ার ঘটনা ঘটে। এতে ১০ মাসের একটি শিশু এবং ৩৮ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়। ওই ঘটনায় ১৩ জন আহত হয়।

গত জুনে অ্যালেক্সজাদ্রিয়া শহরে একটি ১৪ তলা ভবন ধসে পড়ে। এতে ৩ জন নিহত হয়। আহত হয় তিন পথচারী।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!