যশোরের ভবদহ অঞ্চলের চার দশকের দুর্ভোগের অবসান ঘটতে চলেছে। ভবদহ সংকট নিরসনের আশ্বাস দিয়েছেন পানি সম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। রোববার (৬ অক্টোবর) যশোর কালেক্টরেট চত্বরে অবস্থান কর্মসূচি চলাকালে ফোনে সংযুক্ত হয়ে ভবদহবাসীকে তিনি এ আশ্বাস দেন।
এদিন দুপুর ১২টায় ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি যশোর নেতৃবৃন্দের উদ্যোগে কালেক্টরেট চত্বরে অবস্থান কর্মসূচি চলাকালে সংগ্রাম কমিটির নেতা ইকবাল কবীর জাহিদের ফোনে যুক্ত হন পানি সম্পদ উপদেষ্টা রিজওয়ানা হাসান। এসময় তিনি ভবদহ সংকট নিরসনের আশ্বাস দেন ও ভবদহ অঞ্চল পরিদর্শন করবেন বলেও জানান। আসন্ন দূর্গা পূজা শেষে তিনি এ সফর করবেন বলে নিশ্চিত করেন।
অবস্থান কর্মসূচি শেষে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ সংকট নিরসনে যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম এর কাছে স্মারকলিপি প্রদান করেন।
অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক রনজিত বাওয়ালি। বক্তব্য দেন সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু, সংগ্রাম কমিটির অন্যতম নেতা ইকবাল কবির জাহিদ, তসলিম উর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন মনিরামপুর, কেশবপুর অভয়নগর থেকে আগত ভবদহ আন্দোলন সংগ্রামের নেতৃবৃন্দ ও ভবদহবাসী।
খুলনা গেজেট/এএজে