খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  রাজশাহীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর নিহত
  ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে গেছে : আইন উপদেষ্টা
তৃণমূল-বিজেপির বিকল্প হিসেবে

ব্রিগেডে বাম-কংগ্রেস-আইএসএফ জোটকে জয়ী করার আহ্বান

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

পশ্চিমবঙ্গে বিজেপি ও তৃণমূলকে রুখে দিয়ে বাম- কংগ্রেস- আইএসএফের সংযুক্ত মোর্চার মহাজোটকে জয়ী করার আহ্বান জানা‌নো হ‌য়ে‌ছে রবিবার কলকাতার ব্রিগেড ময়দানের জনসমুদ্র থে‌কে।

এদিনের ব্রিগেড ময়দানে বাম- কংগ্রেস-আইএসফের সমাবেশ ছিল একরকম জনজোয়ার। ছিল ছাত্র- যুব- মহিলা- শ্রমিক – কৃষক- খেতমজুর- আদিবাসী- সংখ্যা লঘু- দলিতদের উপস্থিতি চোখে পড়ার মতো। সেই জনজোয়ার সম্পন্ন মহাসমাবেশে সকাল থেকেই মিছিলের পর মিছিল ঢুকেছে। এতদিন মানুষ মনে করতো তৃণমূল ও বিজেপি পশ্চিমবঙ্গে একে অপরের বিকল্প। কিন্তু সেই মিথকে ভেঙে দিয়েছে ব্রিগেডের জনসমুদ্র ।সমগ্র ব্রিগেড ছিল এদিন বামেদের লাল পতাকা, কংগ্রেসের পতাকা ও আইএসএফের পতাকায় মোড়া।

এদিন সেই জনসমুদ্রে বক্তৃতা ক‌রেন, সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সিপিআই-এর সাধারণ সম্পাদক ডি রাজা, লোকসভার বিরোধী দলনেতা ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধূরী, আর এসপির সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য, আইএসএফের পৃষ্ঠপোষক পীরজাদা আব্বাস সিদ্দিকী, প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু , ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায় প্রমুখ।

এদিন নেতৃবৃন্দ বলেন, তৃণমূল ও বিজেপি দুটো দল ফ্যাসিস্ট শক্তি। দুটো দলই জনবিরোধী নীতি অবলম্বন করে দেশ ও রাজ্যকে পিছনের সারিতে ফেলে দিয়েছে। হিটলারি কায়দায় তারা দেশকে ও রাজ্যকে শাসন করছে। দুটি শক্তির বিকল্প হিসাবে বাম- কংগ্রেস- আইএসএফ জোটকে মানুষ চাইছে। এটাই হবে পশ্চিমবঙ্গের ভবিষ্যত ।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!