খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  খুলনায় মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ২
  রাজশাহীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর নিহত
  ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে গেছে : আইন উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ায় তাহেরীর গাড়িতে হামলা-ভাঙচুর

গেজেট ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামিক বক্তা গিয়াস উদ্দিন আত-তাহেরীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের টি এ রোড এলাকায় এই ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে জেলা আহলে সুন্নত ওয়াল জামাত। সোমবার বিকেল ৫টায় মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মানববন্ধনে গিয়াস উদ্দিন আত তাহেরীর যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণে আহলে সুন্নত ওয়াল জামাতের নেতারা সেই কর্মসূচী বাতিল ঘোষণা করে।

সোমবার দুপুরের দিকে জেলা শহরের ঘোড়াপট্টি সেতুর ওপর থেকে লোকজনকে সঙ্গে নিয়ে গাড়িতে ওঠেন তিনি। কাউতলী যাওয়ার পথে টিএ রোড এলাকায় আগে থেকে উপস্থিত থাকা দুর্বৃত্তরা চারদিক থেকে ঘেরাও করে তাঁর গাড়িতে হামলা চালান। এই সময় তাঁর গাড়ি ভাঙচুর করেন। এতে তিনিসহ গাড়িতে থাকা বেশ কয়েকজন আহত হন। কোনোমতে সেখান থেকে গাড়ি নিয়ে স্থান ত্যাগ করেন।

এদিকে, সকালে মহানবীকে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে আখাউড়ার সড়ক বাজারের পৌর মুক্তমঞ্চে হেফাজত ইসলামের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচি থেকে গিয়াস উদ্দিন তাহেরী ও নাঈম নামে একজন পীরকে অবাঞ্ছিত ঘোষণাসহ ছয়টি দাবি উত্থাপন করা হয়। এই কর্মসূচি উপলক্ষে সকালে আখাউড়ার বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল এসে সড়ক বাজারের পৌর মুক্তমঞ্চে জড়ো হয়। সেখানে হওয়া প্রতিবাদ সমাবেশ থেকে কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, ‘গিয়াস উদ্দিন আত-তাহেরী ফোন করে জানিয়েছেন, তাঁর গাড়িতে হামলা হয়েছে। তবে এই ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাইনি।’

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!