প্রচেষ্টা ছিল আরও অনেকটা দিন আগে থেকেই। এমনকি দোরিভাল জুনিয়র আসার আগে থেকেই ব্রাজিলের ডাগআউটে কার্লো আনচেলত্তিকে দেখতে পাওয়ার বড় রকমের সম্ভাবনা ছিল। ২০২৪ সালের কোপা আমেরিকা থেকেই ব্রাজিলের কোচ হবেন কার্লো আনচেলত্তি। সেই কথাও বলা হচ্ছিল জোরেশোরে। কিন্তু সেটা আর হয়নি। রিয়াল মাদ্রিদের সঙ্গে নিজের চুক্তি নবায়ন করেছিলেন ইতালিয়ান এই কোচ।
সেবার না হলেও এবারে হচ্ছে। ক্রীড়া দুনিয়ার বড় নাম ‘দ্য অ্যাথলেটিকস’ জানিয়েছে চলতি বছর জুনেই ব্রাজিল জাতীয় দলে আসছেন কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক শেষ করে এবার সেলেসাওদের ডাগআউটে দাঁড়াবেন ইতিহাসের অন্যতম সফল কোচ আনচেলত্তি। এখন শুধু অপেক্ষা সময়ের।
দ্য অ্যাথলেটিকের খবর অনুযায়ী, ক্লাব বিশ্বকাপেও রিয়াল মাদ্রিদের কোচের ভূমিকায় থাকছেন না কার্লো আনচেলত্তি। এরইমাঝে নাকি নিজের ক্লাব ছাড়ার ইচ্ছের কথা নিজের শিষ্যদেরকে জানিয়েও দিয়েছেন তিনি। তবে বড় কোনো চুক্তি না। আপাতত এক বছরের জন্য ব্রাজিলের দায়িত্ব নেবেন ৫ বারের চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই কোচ। যার অর্থ, ২০২৬ সালের বিশ্বকাপটা ইতালিয়ান কোচের অধীনে থেকেই খেলবেন ভিনিসিয়ুস জুনিয়ররা।
গুঞ্জন আছে, রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বাদ পড়ার পর থেকেই আলোচনায় অগ্রগতি এসেছে জোরেশোরে। ব্রাজিলের ফুটবল ফেডারেশন (সিবিএফ) এর পক্ষ থেকে দিয়েগো ফার্নান্দেজ নাকি দুই দফায় আলোচনা করেছেন তার সঙ্গে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে বিদায় নিশ্চিতের পর প্রথমবার আলাপ হয় দুই পক্ষের। এরপর বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রে ফাইনালে হারের পরেও নাকি ব্রাজিলিয়ান এই ব্যবসায়ী ফেডারেশনের প্রতিনিধি হিসেবে দেখা করেছেন কার্লো আনচেলত্তির সঙ্গে।
আর এখানেই ব্রাজিলের কোচ হওয়ার ব্যাপারে মৌখিক সম্মতি দিয়ে ফেলেন আনচেলত্তি। ফুটবলের দলবদলে বরাবরই বিশ্বস্ত নাম স্কাই ইতালিয়ার সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। এই সাংবাদিকের দেয়া তথ্য অনুযায়ী, ব্রাজিলের সঙ্গে সবরকমের কথাই চূড়ান্ত হয়ে গিয়েছে কার্লো আনচেলত্তির। সিবিএফের শর্ত ছিল, ক্লাব বিশ্বকাপের আগেই আনচেলত্তিকে আসতে হবে ব্রাজিলের ডাগআউটে। আর সেটাই হচ্ছে।
রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে কার্লো আনচেলত্তির সঙ্গে বিদায়ের বাকি সব আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করার অপেক্ষায়। দ্য অ্যাথলেটিকের ভাষ্য অনুযায়ী, ২০২৫ এর জুনে ক্লাব ছাড়লেও চুক্তির পুরো বেতন দিয়েই আনচেলত্তিকে বিদায় দিতে চাইছে লস ব্লাঙ্কোসরা। শুধু তাইই না, তাকে ক্লাবের অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাবও দিতে পারে রিয়াল মাদ্রিদ।
এদিকে সবশেষ খবর বলছে, ব্রাজিলে নিজের সহকারী হিসেবে কাদের নিয়োগ দেয়া হবে, আপাতত এই আলোচনা শুরু করেছেন কার্লো আনচেলত্তি। তবে দীর্ঘদিন পর ছেলে দাভিদ আনচেলত্তিকে কোচিং প্যানেলে পাচ্ছেন না ইতালিয়ান এই কোচ, সেটা একপ্রকার নিশ্চিত বলা চলে।
আর আনচেলত্তি মাদ্রিদ ছাড়লে রিয়ালের কোচ কে হবেন সেটা নিয়েও শুরু হয়েছে দ্বিমুখী আলোচনা। শুরুতে ক্লাব বিশ্বকাপের জন্য অন্তবর্তী কোচ নিয়োগের পথে হাঁটতে পারে স্প্যানিশ ক্লাবটি। সেক্ষেত্রে কার্লো আনচেলত্তির ছেলে দাভিদ আনচেলত্তি কিংবা ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর সান্তিয়াগো সোলারিকেই পছন্দ রিয়াল মাদ্রিদের।
খুলনা গেজেট/এনএম