সংক্রমন ট্রেন্ড এমনি চলতে থাকলে ব্রাজিলকে টপকে করোনা রেকর্ডে ভারতের দ্বিতীয় স্থানে চলে আসাটা শুধু সময়ের ব্যাপার মাত্র। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। না মনে করার কোনও কারণ নেই। বুধবার মধ্যরাত পর্যন্ত ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৬৮ হাজার ৮৩৫। এরমধ্যে জুলাইয়ের প্রথম ১৫দিনে সংক্রমিত হয়েছেন ৩লাখ ৮৩ হাজার ৪৬১জন। গতকাল বুধবারই আগের সব রেকর্ড ভেঙে দিয়ে ৩২ হাজার ৪৯৮জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মারা গেছেন ৬১৫জন।
সূত্রমতে, ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা ২৪ হাজার ৮৬০জন। এরমধ্যে জুনে মৃতের সংখ্যা ছিল ১২ হাজার। জুলাইয়ের প্রথম ১৫দিনেই মৃতের সংখ্যা পৌঁছেছে ৭ হাজার ৪৬৮।
সহজেই অনুমেয়, জুলাই মাসের শেষে সংখ্যাটি কি দাঁড়াতে পারে। এই হতাশার মধ্যে একটিই রূপালি রেখা। ভারতে বুধবার মধ্যরাত পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৬ লাখ ১১ হাজার ৯৭৩জন। কিন্তু জুনে করোনা আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৪১৩ জনের পর জুলাইয়ের প্রথম ১৫দিনে যদি এই অবস্থা হয় তাহলে ব্রাজিল আর বেশি দূরে নয়।
খুলনা গেজেট/এআইএন