রাজা তৃতীয় চার্লসের রাজঅভিষেক অনুষ্ঠানে ব্যালকনিতে দাঁড়ানোর জন্য প্রিন্স হ্যারিকে আহ্বান জানানো হয়নি। অনুষ্ঠানে আগত দর্শণার্থীদের অভ্যর্থনা জানাতে রাজপরিবারের সদস্যরা ব্যালকনিতে দাঁড়ান। খবর বিবিসি
ডিউক অব সাসেক্স খ্যাত প্রিন্স হ্যারি ওয়েস্টমিনিস্টা অ্যাবেতে যোগদান করেন। এরপর সেখান থেকেই তিনি হিথ্র বিমানবন্দরে চলে যান।
শনিবার (০৬ মে) যুক্তরাজ্যের রাজপরিবারে প্রতীকীভাবে নতুন যুগের সূচনা হয়েছে। রাজা হিসেবে আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আরোহণ করেছেন তৃতীয় চার্লস। শপথ গ্রহণের পর তাকে মুকুট পরিয়ে দেওয়া হয়। এরপর তিনি সিংহাসনে বসেন। পরে রানি ক্যামিলাকেও মুকুট পরিয়ে দেওয়া হয়। শনিবার দিনভর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাজ্যাভিষেক হয় রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলার।
ক্যান্টারবুরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি রাজার মাথায় সেইন্ট এডওয়ার্ড মুকুট পরিয়ে দেন। এ সময় তিনি বলেন, ‘ঈশ্বর রাজাকে রক্ষা করুন।’
খুলনা গেজেট/কেডি