ব্যক্তিমালিকানাধীন জুট স্পিনার্স , মহসেন, এ্যজাক্স , আফিলসহ একের পর এক বন্ধকৃত বেসরকারি জুট মিল চালু , শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসকের নিকট বৃহস্পতিবার (০৪ আগষ্ট) স্মারকলিপি প্রদান করা হয়।
এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ত্রি-পক্ষিয় বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন, ২০০৬ সালের শ্রম আইন , ২০১৫ ও ২০১৮ সালের শ্রম বিধিমালা কার্যকারী, নিম্নতম মুজুরী নির্ধারন সহ ৬ দফা দাবিতে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সভা বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীন, সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, মোঃ আলাউদ্দিন, মোঃ কেসমত আলী, আবু তালেব, কাবিলউদ্দিন, নিজামউদ্দিন, বক্তিয়ার হোসেন, আমির মুন্সি প্রমুখ।
খুলনা গেজেট/ এস আই