পাম্প থেকে ড্রামে বা বোতলে খোলা পেট্রোল বিক্রি বন্ধ করতে নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। এর ব্যত্যয় হলে বিক্রেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। একই সঙ্গে নাশকতাকারীকে ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ডিএমপি কমিশনার।
সোমবার (৬ নভেম্বর) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে পেট্রোল পাম্প মালিক সমিতির সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাপনাসংক্রান্ত মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত হয়। সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান ডিএমপি কমিশনার।
হাবিবুর রহমান বলেন, ‘ড্রামে বা বোতলে পেট্রোল বিক্রি করা যাবে না। শুধু যানবাহনে সরাসরি তেল ভরা যাবে। কেউ বিক্রি করতে চাইলে তার আগে পুলিশকে জানাতে হবে, পুলিশের ছাড়পত্র লাগবে। এতে পেট্রোল বোমা প্রতিরোধ করার সুযোগ আছে।’
অনেক এলাকায় খোলা পেট্রোল বিক্রি হচ্ছে। এগুলো বন্ধ করার জন্য পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে কি না– জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘পেট্রোল বিক্রি করার জন্য লাইসেন্স লাগে। লাইসেন্স ছাড়া কেউ এভাবে পেট্রোল বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি গোপনে বিক্রি করে, সেটা জানার পর অবশ্যই ব্যবস্থা নেব। যদিও কিছু দিন আগেও ব্যাপারটিতে বেশি গুরুত্ব দেওয়া হতো না। এখন যাতে এই ঘটনা না ঘটে সেজন্য সব জায়গাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা গাড়ি থেকে পেট্রোল বের করে নাশকতা, পেট্রোল বোমা নিক্ষেপ করে সেটা অনেকখানি দুষ্প্রাপ্য বা কষ্টকর। আমাদের সবারই সচেতনতা দরকার। কোনো গাড়ির চালক-হেলপার পেট্রোলের অপব্যবহার করছে কি না, সেটি কর্তৃপক্ষকে দেখতে হবে।’
পেট্রোল পাম্পমালিকদের অনুরোধ করে তিনি বলেন, ‘আগেও কিন্তু হরতাল-অবরোধের সময় পেট্রোল পাম্পে আগুন দেওয়া হয়েছিল। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো সমস্যা হলে নিকটস্থ থানায় যোগাযোগ করুন। পেট্রোল পাম্পের সিসি ক্যামেরা স্থাপন করুন। পুরো পেট্রোল পাম্প এলাকা সিসিটিভির আওতায় আনা নিশ্চিত করুন।’
ডিএমপি কমিশনার বলেন, ‘রাজধানীতে নিরাপত্তা দেওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ তৎপর রয়েছে। পুলিশ দিনরাত কাজ করছে। প্রত্যেক পেট্রোল পাম্পে রাতের বেলা একবার করে পুলিশ খোঁজ নিচ্ছে। পোশাকে ও সাদা পোশাকে পুলিশ কাজ করছে। আমাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত আছে।’
তিনি বলেন, ‘ঢাকা অনেক বড় শহর, অনেক মানুষের বসবাস এখানে। কিছু-কিছু ঘটনা তো ঘটে যাচ্ছে। পুলিশ অনেক ঘটনা নিবৃত করেছে। অনেককে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসেছি। হাতেনাতে অনেককে আটক করা হয়েছে। হাতেনাতে আটক করার ক্ষেত্রে যারা সহযোগিতা করছেন তাদের পুরস্কার দেব। অনেক প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা পুলিশের হাতে ধরিয়ে দিয়েছেন। নাশকতাকারী ধরিয়ে দিলে ২০ হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হবে।’