সাতক্ষীরার শ্যামনগরে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ মেরামতের জন্য জিও ব্যাগ সেলাইয়ের কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আলমগীর হোসেন বাপ্পী নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নর মহাসিনের হুলো এলাকার দাতিনাখালি নদীর চরে এই ঘটনা ঘটে।
নিহত শ্রমিক আলমগীর হোসেন বাপ্পি (২৭) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নর মহাসিনের হুলোর দাতিনাখালিতে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ মেরামতের কাজে একজন শ্রমিকের কাজ করছিল বাপ্পি। বেলা সাড়ে ১২ টার দিকে বেড়িবাঁধের কাজে ব্যবহারের জন্য জিও ব্যাগ সেলাইয়ের কাজ করার সময় হঠাৎ বিদ্যুস্পৃষ্ট হয় শ্রমিক বাপ্পি। খবর পেয়ে সাথে থাকা অন্যান্য শ্রমিক ও এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় আব্দুল বারী অভিযোগ করে বলেন, পানি উন্নয়ন বোর্ডেও এই বেড়িবাঁধ মেরামতের কাজ মূল ঠিকাদার করছেন না। তিনি এলাকায়ও আসেন না কোনদিন। বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলামের নিকট আত্মীয় আইয়ুব আলী ও আব্দুর রহিম ঠিকাদরের কাছ থেকে সাব কন্টাক্ট নিয়ে যেনতেনভাবে এই কাজ করছেন। এ সময় তাদের নির্দেশনা মোতাবেক কর্তৃপক্ষের নিয়ম নীতি না মেনে তড়িঘড়ি করে কাজ শেষ করার সময় অসাবধানবশতঃ ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বাপ্পি নামের একজন শ্রমিকের বিষয়টি নিশ্চিত করেন।