খুলনার দাকোপ উপজেলায় পূর্ণিমার জোয়ারে চুনকুড়ি, পশুর, ঢাকীসহ বিভিন্ন নদী ও খালের পানি বৃদ্ধি পেয়েছে। এতে পোদ্দার গঞ্জ ঘাটের রাস্তা পানিতে ডুবে যাওয়ায় পারাপারের জনসাধারণের ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়াও নদীর চর এলাকায় বসবাসকারীদের বাড়িঘরে পানি উঠেছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে জোয়ারে হঠাৎ করে নদী-খালের পানি বৃদ্ধি পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
দুপুরে পোদ্দারগঞ্জ ফেরিঘাট এলাকায় গিয়ে দেখা যায়, চুনকুড়ি, পশুর নদীর তীরে থাকা ঘাট এলাকা পানিতে প্লাবিত হয়েছে। এলাকা ঘুরে জানা যায় কারও কারও ঘরের মধ্যেও পানি উঠে গেছে। ছাগল ও গবাদি পশু নিয়ে তারা বিপদে পড়ে গেছে। আর পানি ওঠায় রান্নাবান্না বন্ধ রয়েছে কয়েকজনের।
এলাকার স্বপন রায় বলেন, আষাঢ়-শ্রাবণ মাস আসলে খুবই কষ্টে থাকতে হয়। মাঝে মাঝেই পানি উঠে যায়। উঠানামার এ রাস্তাটা যদি একটু উঁচু করে বাঁধ দেওয়া থাকত, তাহলে আমরা কিছুটা শান্তিতে পার হতে পারতাম।
চালনা পৌরসভার এলাকার ব্যাবসায়িক সুবল ঘোষ বলেন, চারপাশে নদী, আর খালের মধ্যে আমাদের বাজুয়া, দাকোপ, কৈলাশগঞ্জ, বানিশান্তা, লাউডোবসহ দাকোপের নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা চালনা। হঠাৎ করে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বেশ কিছু পরিবারসহ আমর মিষ্টির দোকানের কারখানায় যাতায়াতের পথে জলাবদ্ধ হয়ে পড়েছে। মাঝে মাঝে বৃষ্টি থাকায়, পানি সহজে নামছে না।
ভুক্তভোগীরা জানান, দাকোপ উপজেলার একমাত্র প্রবেশ পথ হলো পোদ্দারগঞ্জ ফেরিঘাটের এই রাস্তাটি সেখানেও একই অবস্থা। কিন্তু এই রাস্তাটির বেহাল দশা। প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করছে শত শত যানবহন। এলাকার জনগণের দাবি অতি দ্রুত মেরামত করা হোক এই রাস্তাটি না হলে যেকোনো সময় ঘটে যেতে পারে বড় কোন দুর্ঘটনা। স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
খুলনা গেজেট/কেডি