খুলনা, বাংলাদেশ | ২৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১২ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৪৪৪ জন

বেরোবির উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. শওকত আলী

বেরোবি প্রতিনিধি

সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে দেশব্যাপী শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ১ নং ফটকের সামনে পুলিশের গুলিতে নিহত হন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী এবং পীরগঞ্জের বাবনপুরের সন্তান আবু সাঈদ।

এ ঘটনার পর ছাত্রজনতা ফেটে পড়ে তুমুল বিক্ষোভে। লাগাতার আন্দোলনের মুখে ৫ আগস্ট অবশেষে ছাত্রজনতার দাবি মেনে নিয়ে পদত্যাগে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর চারদিনের মাথায় পদত্যাগ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ। এর প্রায় দেড় মাস পর বুধবার (১৮ সেপ্টেম্বর) বহুল আলোচিত সেই রংপুরের পীরগঞ্জের শহিদ আবু সাঈদের উপজেলার সন্তান অধ্যাপক ড. মো. শওকত আলী নিয়োগ পেলেন তাঁর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শওকত আলীর জন্ম ১৯৭৩ সালের ২৫ জুলাই রংপুরের পীরগঞ্জের সোনাকন্দর গ্রামে। ১৯৮৮ সালে তিনি পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে মাধ্যমিক এবং ১৯৯০ সালে পীরগঞ্জের শাহ আব্দুর রউফ কলেজ থেকে প্রথম বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে শওকত আলী ১৯৯৩ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতক এবং ১৯৯৪ সালে ফলিত গণিত বিভাগ থেকে স্নাতকোত্তর শেষে ২০০৩ সালে যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন। ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে প্রভাষক পদে যোগ দেন তিনি। বর্তমানে ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ৪৭ বছর বয়সী এই অধ্যাপক। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তাঁর ৪৯টি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। একটি বইও লিখেছেন তিনি।

শওকত আলী যুক্তরাজ্যের এডিনবার্গ ম্যাথমেটিক্যাল সোসাইটি, বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির আজীবন সদস্যসহ বিভিন্ন সংগঠনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ দেওয়া আবু সাঈদের উপজেলার সন্তান হিসেবে বারবার উপেক্ষিত হওয়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কীভাবে তিনি দায়িত্ব পালন করেন এখন সেটিই দেখার বিষয়।

খুলনা গেজেট/এনএম/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!