ভারত যাতায়াতকারীদের কোভিড পরীক্ষার পর কোয়ারেন্টাইনে নেয়া ব্যাক্তিদের প্রথম দফায় ছাড়পত্র দেয়া হয়েছে মঙ্গলবার (১১ মে)। তাদের মধ্যে সকলেই করোনা নেগেটিভ।
সূত্র জানায়, নিষেধাজ্ঞার পর বেনাপোল সীমান্ত দিয়ে ২৬ এপ্রিল প্রবেশ করা প্রথম দফায় ১৪০ জনকে কোয়ারেন্টাইন শেষে মঙ্গলবার (১১ মে) বিকালে ছাড়পত্র দেয়া হয়। তাদের মধ্যে কারোরই করোনা শনাক্ত হয়নি। তারা কোয়ারেন্টাইনে বেনাপোলের বিভিন্ন হোটেলে ছিল বলে নিশ্চিত করেছে যশোর জেলা প্রশাসক (ডিসি)।
সূত্র আরও জানায়, ভারতীয় ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার শঙ্কায় বিশেষ নির্দেশনায় এ পর্যন্ত ২ হাজার ৭ শ’ প্রবেশকারীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বিভাগের বিভিন্ন জেলার মাদ্রাসা, হোটেল ও হাসপাতালে রাখা হয়েছে। যাদের মধ্যে খুলনা ৫ শ’ ২৩ জন, ঝিনাইদহে এক শ’৬৩, নড়াইলে এক শ’২১, মাগুরা এক শ’ এক , সাতক্ষীরা তিন শ’৩০, যশোরে ১ হাজার এক শ’ ৭৬ জন। বাকি দু’শ বিভাগের বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
যশোর জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম বলেন, যশোরে মোট ২৯ টি কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে। যার মধ্যে সদরে ১৬ টি, ঝিকরগাছার ১ টি মাদ্রাসা ও বেনাপোলের হোটেলগুলো রয়েছে। আজ এক শ’৪০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে বাকিদেরও পর্যায়ক্রমে দেয়া হবে। তবে কেউই করোনায় সংক্রমিত হয়নি।
খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন জানান, খুলনায় ২ হাজার ৭০০ জন ভারত যাতায়াতকারী ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে আছেন। তাদেরকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। এছাড়া ভারত থেকে বন্দর দিয়ে প্রবেশ করা ট্রাক ড্রাইভার, হেলপারদের কোনোভাবেই মুভমেন্ট করতে দেওয়া হচ্ছে না। কঠোরভাবে তাদের আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে।
খুলনা গেজেট/ এস আই