যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ৩০ হাজার আমেরিকান ডলার, সিগারেট, ঔষধ, বিদেশি মদ ও বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী আটক করেছে। তবে এ সময় কোন আসামিকে আটক করতে পারিনি বিজিবি।
শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সীমান্তের শাহজাদপুর, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩০ হাজার আমেরিকান ডলার এবং সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় মাদক ও পণ্য আটক করেছে।
বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের শাহজাতপুরে অভিযান চালালে একজন পাচারকারী ভারত থেকে প্রবেশ করতে গেলে বিজিবি সদস্যরা ধাওয়া দিলে একটি গামছা ফেলে পালিয়ে ভারতের দিকে দৌড়ে পালিয়ে যায়। এ সময় গামছার মধ্য থেকে ৩৬ লাখ বাংলাদেশি টাকা মূল্যের ৩০ হাজার আমেরিকান ডলার উদ্ধার করা হয়। অন্য দিকে বেনাপোল আমড়াখালী ও আই সি পি চেকপোস্ট থেকে সাড়ে চার লাখ টাকা মূল্যের ভারতীয় পন্য জব্দ করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম