ভারতে পাচারকালে যশোরের বেনাপোল থেকে সাড়ে ৪ কেজি ওজনের ৪ কোটি ৬১ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ১৯ পিস সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে বেনাপোল পোর্ট থানার আমড়াখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে বিজিবি সদস্যরা।
গ্রেপ্তারকৃত মাহফুজ মোল্লা (২৬) নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের হাসমত উল্লার ছেলে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট সাইফুল্লাহ সিদ্দিকী জানান,বেনাপোল সদর ক্যাম্পের টহল দলের বিজিবি সদস্যরা আমড়াখালী এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন মাহফুজ নামে একজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে সাড়ে ৪ কেজি ওজনের ৪ কোটি ৬১ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ১৯ পিস সোনার বার জব্দ করা হয়েছে। এছাড়া তিনটি মোবাইল ফোন ও জব্দ করা হয়।
আটককৃতকে সোনার বার ও মোবাইল ফোনসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
খুলনা গেজেট/এএজে