ভারত থেকে আসা বাংলাদেশি পাসপোর্টযাত্রী মোহাম্মদ সানাউল্লাহর কাছ থেকে ১৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা। অভিনব পন্থায় তিনি ভারত থেকে নিজের হাতে ব্যান্ডেজে বেধে মোবাইলগুলো দেশে নিয়ে আসছিলেন। বেনাপোল চেকপোস্টে শুল্ক গোয়েন্দাদের সন্দেহ হলে তাকে তল্লাশি করে মোবাইলগুলো উদ্ধার করা হয়।
সোমবার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় বেনাপোল চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে তার অভিনব পদ্ধতিতে মোবাইল চোরাচালান ধরা পড়ে। পাসপোর্ট যাত্রী মোহাম্মদ সানাউল্লাহর বাড়ি চট্টগ্রাম শহরের সীতাকুন্ডু এলাকায়।
কাস্টমস শুল্ক গোয়েন্দা আমিরুল ইসলাম বলেন, পাসপোর্ট যাত্রী সানাউল্লাহ বেনাপোল চেকপোস্টের কাস্টমস থেকে বের হবার পর তার হাতের ব্যান্ডেজ দেখে সন্দেহ হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদের পর তল্লাশি করে ওই ব্যান্ডেজের ভেতরে লুকিয়ে রাখা ১৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসময় তার ল্যাগেজ থেকে জিন্স প্যান্ট, লেহেঙ্গা, জুতা, স্যান্ডেল, গেঞ্জি, কসমেটিক্স, ব্রাসহ বিভিন্ন মালামাল উদ্ধার হয়। এসব মালামাল কাস্টমস হাউজ থেকে ট্যাক্স দিয়ে নেয়ার জন্য ডিএম করে তাকে সাময়িক আটক পত্রের স্লিপ দেয়া হয়েছে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কর্মকর্তা মেজবাহ হাসান বলেন, এরকম অভিনব পদ্ধতিতে পণ্য নিয়ে আসতে দেখা যায় না। ওই ব্যক্তির পণ্য শুল্কায়ন করে নিতে হবে এই মর্মে তাকে সাময়িক আটক স্লিপ দেয়া হয়েছে। তিনি এ কাজ না করলে তাকে আটক করে মামলা দিয়ে কারাগারে পাঠানো হবে।
খুলনা গেজেট/ টি আই