যশোরের বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় বাংলাদেশী দুই হিজড়াকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আজ শনিবার (১০ মে) ভোরে ধান্যখোলা ক্যাম্পের জেলেপাড়া পোস্ট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা দেশের পাবনা জেলা সদরের জালালপুর গ্রামের করিম আলীর ছেলে জাহিদুল ইসলাম (২২ ) এবং একই থানার কুচিয়ামারা গ্রামের মোতাহার আলীর ছেলে জহিরুল ইসলাম (২২)। এরা গত পাঁচ বছর আগে কাজের সন্ধানে ভারতে গিয়েছিল।
ধান্যখোলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার শফিকুল ইসলাম দুইজন অবৈধ অনুপ্রবেশকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ৪৯ বিজিবির আওতাধীন ধান্যখোলা ক্যাম্পের জেলেপাড়া পোস্ট এলাকা দিয়ে দুইজন লোক ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় টহল বিজিবির সদস্যরা তাদের আটক করে। পরে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম