সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভুটানের বিপক্ষে ম্যাচটি ছিল কেবলই নিয়মরক্ষার। নিয়মিত একাদশের নয় ফুটবলারকে পরিবর্তন করে এদিন মাঠে নামে স্বাগতিকরা। বেঞ্চের ফুটবলারদের নিয়েই ভুটানের বিপক্ষে বাংলাদেশ জয় পেয়েছে ৪-০ ব্যবধানে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ। ১৮ মিনিটে প্রথম গোলের দেখা পায় স্বাগতিকরা। ছয় গজের বক্সে জটলা তৈরি হলে বল বিপদমুক্ত করতে ব্যর্থ হন ভুটানের ডিফেন্ডাররা। আলগা বল পেয়ে পেনাল্টি স্পটের কাছ থেকে ডান পায়ের শটে জাল কাঁপান মিতু।
ম্যাচের ৩০ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। এবার গোল করেন ঐশী। মিতুর কর্নারে লাফিয়ে হেড করে প্রতিপক্ষের গোলরক্ষক দীক্ষা রাইকে পরাস্ত করেন তিনি। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় লাল-সবুজ জার্সিধারীরা।
বিরতির পরও আক্রমণের ধারা অব্যাহত রাখে বাংলাদেশ। ৫৭ মিনিটে ব্যবধান ৩-০ করে কোচ সাইফুল বারী টিটুর শিষ্যরা। ভুটানের ডিফেন্ডার নিমা সেলদনকে কাটিয়ে বক্সের ভেতরে ঢুকে পড়েন ঐশী। তার গড়ানো ক্রস থেকে আলতো টোকায় বল জালে জড়ান তৃষ্ণা রানী। ম্যাচের ৬৩ মিনিটে চতুর্থ গোলের দেখা পায় বাংলাদেশ।
বৃহস্পতিবার শিরোপা ধরে রাখার লক্ষ্যে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। একই ভেন্যুতে ফাইনাল ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
খুলনা গেজেট/ এএজে