যশোরের চৌগাছার সদর ইউনিয়নের বেড়গোবিন্দপুর বাঁওড় পাড়ের গুরুত্বপূর্ণ চৌগাছা-বেড়গোবিন্দপুর সড়কের একটি বড় অংশ প্রায় দুই মাস হলো ধসে বাঁওড়ের পানিতে মিশে গেছে। একটানা বৃষ্টিপাতে সড়কটি ভেঙে পড়ে বলে জানান স্থানীয়রা। সংস্কার না হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন মানুষ, প্রায় দিনই ঘটছে দুর্ঘটনা। অবিলম্বে ভাঙা স্থানটি মেরামতের দাবি এলাকাবাসীর।
চলতি বছরের আগস্টের শেষ সপ্তাহে একটানা বৃষ্টিপাতে পাশের ডাইনের বিলের পানি বাঁওড়ে বের হওয়ার সরু কালভার্টে স্থানে ভাঙন শুরু হয়। দেখতে দেখতে পাকা সড়কের তিন ভাগের দুই ভাগ মিশে যায় বাঁওড়ে। এক প্রকার হঠাৎ করেই সড়ক ভেঙে যাওয়ায় কয়েক গ্রামের মানুষের দুর্ভোগ চরমে ওঠে।
এ নিয়ে গত ২৯ আগস্ট গণমাধ্যমে একটি খবর প্রকাশিত হয়। খবর প্রকাশের পর স্থানীয় প্রকৌশল অফিস হতে দুটি সাইনবোর্ড নিয়ে ভাঙনের দুই পাশে লাগিয়ে দেওয়া হয়। ভাঙন যাতে বৃদ্ধি না পায় সেজন্য বাঁশ-টিন দিয়ে ভাঙন রোধের চেষ্টা করা হয়। এরপর কেটে গেছে প্রায় দুই মাস। কিন্তু কর্তৃপক্ষ সড়কটি মেরামতের কোন উদ্যোগ নেয়নি।
চৌগাছার ধুলিয়ানী ইউনিয়নের ফতেপুর, মুক্তারপুর, ধুলিয়ানী, হুদাফতেপুর, ভাদড়া, উজিরপুর, সাহাজাদপুর, রামভদ্রপুর গ্রামের লোকজন ছাড়াও পাশের ঝিকরগাছা উপজেলার গুলবাবপুর, আটিলা, সিকচন্দ্রপুর গ্রাম এলাকার মানুষ এই সড়ক দিয়ে চৌগাছা উপজেলা সদরে আসছেন। প্রত্যেকে ভাঙা স্থানে এসে ভ্যান থেকে নেমে খালি ভ্যান সতর্কতার সাথে পার হচ্ছে।
উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ বলেন, একটানা বৃষ্টিতে সড়কটি ভেঙে গেলে খবর পেয়ে আমরা সেখানে প্রাথমিক কিছু কাজ করেছি। উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি। হয়ত দ্রুতই কাজ শুরু হবে।
খুলনা গেজেট/এএজে