বিসিবির অনুমোদনের পর তৃতীয় দিনের মতো খুলনায় অনুশীলন করেছে তিন জাতীয় ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান। তবে মঙ্গলবার বৃষ্টিতে মাঠে রানিং বেশীক্ষণ করা হয়নি এই ক্রিকেটারদের। ফলে খুলে দেয়া হয় ইনডোর। কঠোর স্বাস্থবিধি মেনে আবু নাসের স্টেডিয়ামের ইনডোরে ব্যাটিং, বোলিং অনুশীলন করেন তিন ক্রিকেটার। ইনস্ট্রাক্টর হিসেবে দায়িত্ব নিয়ে তিন ক্রিকেটারকে স্বাস্থ্যবিধি মেনে অনুশীলনে সহায়তা করেন বিসিবির খুলনা বিভাগীয় কোচ মনোয়ার আলী মনু।
সকাল ৯টায় অনুশীলন শুরুর কথা থাকলেও হালকা বৃষ্টির কারণে মাঠে রানিংয়ে নামতে পারেননি কোন ক্রিকেটার। পরে পৌনে ১০টার দিকে নামে নামেন ক্রিকেটাররা। কিছুক্ষণ রানিংয়ের পরে ফের বৃষ্টি শুরু হয়। এরপরেই ক্রিকেটাররা ইনডোর ব্যবহার করতে চাইলে খুলে দেয়া হয় আবু নাসের স্টেডিয়ামের ইনডোর। পরে ইনডোরেই কিছুক্ষন রানিং করেন তিন ক্রিকেটার।
এরপর আলাদা আলাদা নেটে আলাদা ভাবে ব্যাটিং অনুশীলন করেন সোহান,মিরাজ ও মেহেদী। নেটে বোলিং ড্রিল করেন দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও মেহেদী হাসান।
তিন ক্রিকেটারের ইনস্ট্রাক্টরের দায়িত্বে থাকা মনোয়ার আলী মনু জানান, ‘‘সকাল থেকেই খুলনায় আজ আবহাওয়া ভালো ছিলো না। থেমে থেমে বৃষ্টি হয়েছে। পরে ইনডোরে রানিং, ব্যাটিং ও বেলিং করেন। অনুশীলনে কঠোর ভাবে স্বাস্থ্যবিধি মেইন টেইন করা হয়েছে।’’
খেলা শুরুর আগে নিয়মিত অনুশীলনের সুযোগ পেলে ক্রিকেটাররা ফিটনেস, ‘‘স্কিল সবই আগের মতো ফিরে পাবে বলে মনে করেন তিনি। বলেন, আমার কাছে মনে হয়েছে তিনজনের ফিটনেস লেভেল বেশ ভালো। এই সময়টা কাজে লাগাতে পারলে পরবর্তী সময়ের চ্যালেঞ্জটা তারা জিততে পারবে।’’
খুলনা গেজেট/এএমআর