খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইপিএল নিলামে অবিক্রিত মোস্তাফিজুর রহমান, ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি
  ইসকন নেতা চিন্ময় দাসকে বিমান বন্দরে গ্রেপ্তার করেছে ডিবি
  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

বৃষ্টি উপেক্ষা করে খুলনায় করোনা রোগীদের সুচিকিৎসার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

“আমরা খুলনাবাসী করোনা রোগীর মুখে ফোটাই হাসি” স্লোগান নিয়ে ৫ দফা দাবিতে নগরীর শিববাড়ি মোড়ে শুক্রবার বিকেল ৪ টায় মানববন্ধনের আয়োজন করা হয়। সারাদিনের বৃষ্টি উপেক্ষা করে যোগ দেন অসংখ্য স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষ। খুলনায় করোনা রোগীদের সুচিকিৎসার দাবিতে দক্ষিণ বঙ্গ ঐক্য সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে।

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ১ মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় মানববন্ধন। মানববন্ধনের ৫ দফা দাবি হল খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতালসহ অন্যান্য হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত লিক্যুইড অক্সিজেন প্লান্ট স্থাপন; অতিদ্রুত হাইফ্লো ন্যাজেল ক্যানুলা চালু; পর্যাপ্ত করোনা রোগী সুচিকিৎসা সেবা প্রদানের জন্য হাসপাতাল ও আই.সি.ইউতে শয্যা সংখ্যা বৃদ্ধি; চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী সমস্যার সমাধানসহ স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ এবং হাসপাতাল গুলোতে পিসিআর ল্যাব বাড়ানো।

দফাগুলোর সাথে সম্মতি প্রকাশ করেন খুলনা প্রেসক্লাব সভাপতি এস এম নজরুল ইসলাম। মানববন্ধনে আরও বক্তৃতা করেন সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের জাতীয় সমাজ কল্যাণ পরিষদ সদস্য শেখ মোঃ দেলোয়ার হোসেন, সম্মিলিত দুর্নীতি বিরোধ জোটের আহবায়ক শেখ মোঃ জাহাঙ্গীর আলম, সিটি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক ও উপদেষ্টা খুলনা ব্লাড ব্যাংক শাহ জিয়াউর রহমান স্বাধীন, খুলনা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সালেহ উদ্দিন সবুজ, সেক্রেটারি সৌরভ গাইন, সি.আর.সি সভাপতি রাসেল আহমেদ প্রমূখ।

বক্তারা ৫ দফা দাবি ছাড়াও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা, সার্বিক ব্যবস্থাপনার উন্নতি ও জনগণের মাঝে পুনরায় সচেতনতা ফিরিয়ে আনার দাবি জানান।মানববন্ধনটি পরিচালনা ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন আসাদ শেখ ও কমলেশ বাছাড়।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!