সিদ্ধান্ত পরিবর্তন না হলে হয়তো নিউজিল্যান্ডে প্রথম জয়ের স্বাদটা পাওয়া হতো বাংলাদেশ দলের। যেখানে বৃষ্টি আইনে শুরুতে টাইগারদের সামনে ৯৬ বলে লক্ষ্য দাঁড়ায় ১৪৮ রানের। তবে শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন আনে আইসিসির ম্যাচ অফিশিয়ালরা। জানানো হয় বাংলাদেশ দলের জয়ের জন্য করতে হবে ১৭০ রান। নতুন এই টার্গেট টপকাতে নেমে ১৬ ওভার শেষে ১৪২ রানে থাকে বাংলাদেশ দলের ইনিংস। ফলে ২৮ রানে ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে কিউইরা।
বাইশ গজে ব্যাট-বলের লড়াইয়ে যদি-কিন্তু বলে কিছু নেই। ফলাফল পক্ষে আনতে গেলে মিলাতে হবে হিসেব। সে হিসেব মেলাতে পারেনি মাহমুদউল্লাহ রিয়াদের দল। এতে অবশ্য কিছুটা দায় এড়ানোর সুযোগ আছে সফরকারীদের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদউল্লাহ দাবি করতেই পারেন, ১৪৮ রানের লক্ষ্য মাথায় গেথে নিয়েছিল তার দল। ৯ বল পর নতুন লক্ষ্যের সঙ্গে মানিয়ে নিতে পারেনি তারা।
এর আগে নিউজিল্যান্ডের মাটিতে টানা ৩০ ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে জয় বঞ্চিত লাল-সবুজের প্রতিনিধিরা। জয় খরা কাটানোর সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ হার বাঁচাতে লক্ষ্যে আজ মঙ্গলবার মাঠে নেমছিল টাইগাররা। তবে নেপিয়ারের এ ম্যাচেও ব্যর্থ সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমানকে ছাড়াই মাঠে নামা বাংলাদেশ দল।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড: ১৭৩/৫, ১৭.৫ ওভার (ফিলিপস ৫৮*, মিচেল ৩৪*, গাপটিল ২১; মেহেদি ২/৪৫, সাইফ ১/৩৫)
বাংলাদেশ: ১৪২/৭, ১৭ ওভার (সৌম্য ৫১, নাইম ৩৮, মাহমুদউল্লাহ ২১; সাউদি ২/২১, ব্যানেট ২/, মিলনে ২/৩৪)
ফল: বৃষ্টি আইনে নিউজিল্যান্ড ২৮ রানে জয়ী।
খুলনা গেজেট/ টি আই