সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত ঢাকায় ২৪ মিলি মিটার (মি.মি) বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির এ ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। থেমে থেমে রাতেও বৃষ্টি হতে পারে। মঙ্গলবার (২২ জুন) বেলা সোয়া ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুস।
তিনি বলেন, এখন বর্ষাকাল চলছে, আকাশে মেঘ থাকলেই বৃষ্টি ঝরতে পারে। বিকেলের পরও ঢাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে। আজ ঢাকায় সকাল ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত ২৪ মি.মি. বৃষ্টি হয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সৈয়দপুরে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়স।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রাম বিভাগের হাতিয়া অঞ্চলে। এখানে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে, যার পরিমাণ ৯৭ মি.মি.। এছাড়া খুলনা ও চট্টগ্রাম বিভাগে বেশি বৃষ্টিপাত হয়েছে। আগামী তিনদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
খুলনা গেজেট/ এস আই