আপাতত সুস্থ রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। দেশটির সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শারীরিকভাবে আর কোনো সমস্যা অনুভব করছেন না সৌরভ। সব ঠিকঠাক থাকলে বুধবারই বাড়ি ফিরে যাবেন ‘প্রিন্স অফ কলকাতা’।
আজ সোমবার দুপুরে উডল্যান্ডস হাসপাতালে বৈঠকে বসে মেডিকেল বোর্ড। তাতে ৯ জন সদস্য ছাড়াও ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক দেবী শেঠি, চিকিৎসক রমানাথ পাণ্ডা, চেন্নাইয়ের স্যামুয়েল ম্যাথু। এ ছাড়াও ছিলেন আরও দুজন বিশেষজ্ঞ চিকিৎসক।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিকিৎসকেরা জানান, সৌরভ আগের তুলনায় অনেকটাই সুস্থ। মঙ্গলবার দেবী শেঠি এবং তার মেডিকেল টিম এসে আরেকদফা শারীরিক পরীক্ষা করবেন সৌরভের। তারপরই দু-এক দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে মহারাজকে।
মেডিকেল বোর্ড সর্বসম্মতভাবে ঠিক করেছে, বাকি দুটি ব্লকেজ দূর করতে এখনই সৌরভের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হবে না। তাকে কিছুদিন বাড়িতে রাখা হবে। সেখানেই নিয়মিত তার শারীরিক অবস্থার পর্যালোচনা করবেন চিকিৎসকেরা। তা দেখার পরেই সৌরভের অ্যাঞ্জিওপ্লাস্টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার নিজের বাড়িতে জিম করতে গিয়ে হঠাৎ অসুস্থ বোধ করেন সৌরভ। বুকে ব্যথা অনুভব করায় নিজের উদ্যোগেই হাসপাতালে ভর্তি হন তিনি। তারপরই জানা যায়, মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে তার। হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। সাথে সাথে একটি স্টেন্ট বসানো হয়।
খুলনা গেজেট/এ হোসেন