অভিনয়ের পাশাপাশি এখন রাজনীতিতে জড়াচ্ছেন অনেক বালিউড তারকা। সম্প্রতি তার দৃষ্টান্ত রেখেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর ও সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদ।
স্বরা ও ফাহাদের পথেই হাঁটছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আপ (আম আদমি পার্টি) নেতা রাঘব চড্ডা।
রেস্তরাঁয় ডেট থেকে বিমানবন্দরে পরিণীতিকে রাঘবের নিতে আসা, চর্চিত যুগলের প্রেমের রঙে রঙিন মায়ানগরী থেকে রাজধানী দিল্লি।
দিন কয়েক আগে শোনা গিয়েছিল, খুব শিগগিরই ‘বাগদান’ অনুষ্ঠানও উদ্যাপন হতে চলেছে দুই পরিবারের উপস্থিতিতে।
জনসমক্ষে সে কথা ঘোষণা না করলেও বলিউডের অন্দরে গুঞ্জন, রাঘব ও পরিণীতির সাত পাকে ঘোরা নাকি এখন স্রেফ সময়ের অপেক্ষা।
পরের খবর, বিয়ের পরে নাকি নিজের অভিনয় জীবন থেকে বিরতি নিতে চলেছেন ‘উঁচাই’-এর অভিনেত্রী।
সম্প্রতি সমাজিক যোগাযোগমাধ্যমে একটি টুইট করেন স্বঘোষিত সিনেমা সমালোচক উমের সন্ধু। তিনি লেখেন, ‘বিয়ের পরেই বলিউডকে চিরতরে বিদায় জানাতে চলেছেন পরিণীতি চোপড়া। উনি খুব শিগগিরই রাজনীতির সঙ্গে যুক্ত হতে চলেছেন।’
যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও খবর মেলেনি অভিনেত্রীর পক্ষ থেকে। প্রসঙ্গত, এই উমেরই মাস খানেক আগে দাবি করেছিলেন, মলদ্বীপে নাকি বাগদান হতে চলেছে ‘আদিপুরুষ’ তারকা প্রভাস ও কৃতি শ্যাননের। যদিও সেই খবর সত্যি হয়নি।
বিয়ের পরে পেশাদার অভিনয় ছাড়ার দৃষ্টান্ত খুব একটা বেশি নেই নতুন প্রজন্মে। যদিও সংসারে মন দেওয়ার জন্য অনেক অভিনেত্রীই বিয়ের পরে ছবির সংখ্যা কমিয়ে দেন। যেমনটা করেছিলেন রানি মুখোপাধ্যায়।
মা হওয়ার পর ছবিতে অভিনয় করার ক্ষেত্রে সংখ্যার চেয়ে গুণগত মানের দিকেই বেশি গুরুত্ব দেবেন, সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান আলিয়া ভাটও।
তবে উল্টো উদাহরণও রয়েছে। বিয়ের পরে সংসারের পাশাপাশি চুটিয়ে কাজও করেছেন প্রিয়ঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, অনুশকা শর্মার মতো অভিনেত্রীরা। কোন পথে হাঁটবেন পরিণীতি, এখনও সেটাই দেখার বিষয়।
খুলনা গেজেট/এনএম