যশোরে দিন-দুপুরে বিয়ের দাওয়াত খেতে গিয়ে মেহেদী হাসান বিপ্লব নামে এক যুবক অ্যাপাচি মোটর সাইকেল হারিয়েছেন। এক লাখ সত্তর হাজার টাকা মূল্যের মোটরসাইকেলটি চোরেরা কৌশলে চুরি করে নিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার মোবারককাঠি সন্ন্যাসী দিঘীরপাড় এলাকায়। এ বিষয়ে বুধবার কোতয়ালি থানায় মামলা হয়েছে।
যশোর শহরের শংকরপুর ইসাহাক সড়কের আলী আকবর মোল্লার ছেলে মেহেদী হাসান বিপ্লব মামলায় বলেছেন, গত ৭ আগষ্ট বিকেলে তিনি বিয়ের দাওয়াত খেতে মোটরসাইকেলযোগে মোকারককাঠি সন্ন্যাসী দিঘীরপাড় এলাকার একটি বাড়িতে যান।
তার অ্যাপাচি মোটরসাইকেলটি (যশোর ল-১১-৬৪৭০) বাড়ির বিপরীত পাশের মান্নানের চায়ের দোকানের সামনে ঘাড়ে লক করে রেখে যান। দাওয়াত খাওয়া শেষে ১ ঘন্টা পর বিকেল ৪ টায় ফিরে এসে দেখেন মোটরসাইকেলটি নাই। সংঘবদ্ধ চোরেরা মোটরসাইকেলটির ঘাড়ের লক কৌশলে খুলে চুরি করে নিয়ে পালিয়ে যায়।
খুলনা গেজেট/এনএম