বিহারের নীতীশ কুমারের মন্ত্রিসভা কার্যত মুসলিম শূন্য। স্বাধীনতার পর এই প্রথম এ ধরনের ঘটনা ঘটল বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন। এটাকে নজিরবিহীন ঘটনা অভিহিত করতে চাইছেন তারা।
রাজনৈতিক মহল এও মনে করছে, বিজেপির অঙ্গুলিহেলনে নীতীশকে একজন রবারস্ট্যাম্প মুখ্যমন্ত্রী করে রাখাই উদ্দেশ্য। বিজেপি নীতীশ কুমারকে চাপে রাখতে দু’জন উপমুখ্যমন্ত্রী সাইড হিসাবে ব্যবহার করেছে। আর তার দ্বিতীয় স্ট্রক হল নীতীশ মন্ত্রিসভাকে মুসলিম শূণ্য করা। একজন অসহায় মুখ্যমন্ত্রী হিসেবে থাকতে হবে নীতীশকে, তার এই রাজমুকুট একধরণের অস্বস্তিমূলক।
লালু প্রসাদ যাদবের আমলে বা তার আগে নীতীশ কুমারের আমলে অথবা কংগ্রেসের আমলে যেখানে হাফ ডজন মুসলিম মন্ত্রী থাকতেন সেখানে বিজেপির সমর্থনে নীতীশের ঘর মুসলিম শূণ্য। যে বিহারে কংগ্রেস আমলে আব্দুল গোফুর হয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেখানে এই প্রথম বিহার মন্ত্রিসভা মুসলিমহীন। অথচ এনডিএ জোটে ৫ মিম বিধায়ক রয়েছেন সেখানে একজনকেও রাখা হয়নি মন্ত্রীসভায়, এ এক নজিরবিহীন ঘটনা।
খুলনা গেজেট/এনএম