ভারতের বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল বের হবে ১০ নভেম্বর, মঙ্গলবার। ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভার তিন দফায় ভোট নেওয়া হয়েছে। ভোট শেষ হয়েছে ৭ নভেম্বর।
ভারতের নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, কড়া নিরাপত্তার মধ্যে মঙ্গলবার বিহার বিধানসভার ২৪৩ টি আসনের ভোট গণনা করা হবে। নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। তিনদফার ভোট যেমন রক্তপাতহীন হয়েছে তেমনি গণনাও কড়া নিরাপত্তায় করা হবে। গণনা চলাকালীন বিহারের কাছে নেপাল সীমান্তবর্তী এলাকা সীল করা হবে ।নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ইতিমধ্যেই।
বিহার বিধানসভা নির্বাচনে মূলত: ত্রিমুখী জোটের প্রতিদ্বন্দ্বিতা । প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবের আরজেডি দলের নেতৃত্বাধীন মহাজোট । এই জোটে রয়েছে কংগ্রেস ও বামপন্থী দলগুলি। আরেকটি জোট হল বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জনতা দল ( ইউনাইটেড)- এর নেতৃত্বে বিজেপিকে সহযোগী করে এনডিএ জোট। তৃতীয় জোটটি হল পাপ্পু যাদবের নেতৃত্বাধীন পিডিএ জোট। এবারের নির্বাচনে নানান সমীক্ষায় দাবি করা হচ্ছে, বিহারে এবার আর জেডি – কংগ্রেস-বামপন্থী দলগুলির মহাজোট অনেকটাই এগিয়ে । কেননা, এবার এই জোট দলিত ও মুসলিম ভোট একচেটিয়া পাবে। তবে সব কিছু সময় বলে দেবে। অপেক্ষা করতে হবে আরো কয়েক ঘন্টা।
খুলনা গেজেট/এনএম