নারী ক্রিকেটারদের সুসংবাদ দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই প্রথমবারের মতো ২২জন নারী ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে নিয়ে আসতে যাচ্ছে দেশের ক্রিকেট বোর্ড।
মঙ্গলবার মিরপুরে ক্রিকেট বোর্ডের সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমনটি জানান।
নারী ক্রিকেটে সাম্প্রতিক সাফল্যে সন্তুষ্ট হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেট বোর্ড। নারীদের এশিয়া কাপে শক্তিশালী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সালমা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এশিয়ার সেরা দল হওয়ার মধ্য দিয়ে চলতি বছরে টেস্ট ক্রিকেট খেলার মর্যাদা পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।
নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় নারী দলের এক তারকা ক্রিকেটার বলেন, এটা সত্যিই আমাদের জন্য অনেক বড় সুখবর। আমি আপনার কাছ থেকেই প্রথম এমনটি জানতে পারলাম। এটা আমাদের প্রাণের দাবি ছিল। আমার বিশ্বাস এই চুক্তির আওতায় আসার মধ্য দিয়ে আমাদের ক্রিকেটাররা অনুপ্রাণিত হবেন।