সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তামিম ইকবাল। তবে চালিয়ে যাবেন ঘরোয়া ক্রিকেট। গুঞ্জন রয়েছে, শিগগিরই বিসিবিতে দেখা যেতে পারে তামিমকে। এ নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে নারাজ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) চট্টগ্রামে বরিশালের জয়ের পর মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের। সেখানে বিসিবিতে আসা প্রসঙ্গে তামিম বলেন, ‘এ মুহূর্তে নেই বলার মতো অবস্থায়। এখন তো অবসরে। লিজেন্ডস লিগের জন্যও কোয়ালিফাই করব। আমি চেষ্টা করব যতদিন খেলা যায়। প্রিমিয়ার লিগ সময়মতো হলে ওটা খেলব। যদি ফিট থাকি বিপিএল খেলব।’
জাতীয় দলকে বিদায় বলে দিলেও এখনো খেলাতেই ফোকাস তামিম ইকবালের। যতদিন সম্ভব খেলতে চান। বলছিলেন, ‘যতটুক পারি খেলতে থাকব। আমার ফোকাস এখন খেলা নিয়ে। সামনে অনেক টুর্নামেন্ট আছে।’
চট্টগ্রাম পর্ব জয়ে শুরু করেছে ফরচুন বরিশাল। আজ ঢাকা ক্যাপিটালসকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা। তামিম জানালেন বরিশালের হয়ে এখনো সঠিক কম্বিনেশন খুঁজছেন তারা।
তিনি বলেন, ‘সঠিক কম্বিনেশন কী এখনও বলা কঠিন। ৬ ম্যাচ হয়ে গেছে। সামনের ম্যাচগুলোতেও দেখবেন কিছু পরিবর্তন আসবে। প্রতিটি দলের জন্য সঠিক কম্বিনেশন খুঁজে পাওয়া খুব জরুরি। যত তাড়াতাড়ি সম্ভব। প্রথম ২-৩ ম্যাচে দল একইরকম ছিল। এরপর দুটো বড় পরিবর্তন ছিল মায়ার্স ও শাহীন। আজকের ম্যাচের জন্য কম্বিনেশন ভালো ছিল। কাল হয়ত ভিন্ন কিছু দেখবেন।’