খুলনা, বাংলাদেশ | ২১ পৌষ, ১৪৩১ | ৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক
  দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সেনা সদস্যদের প্রস্তুত থাকতে হবে : প্রধান উপদেষ্টা
  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সচিবালয়ের ৭ নম্বর ভবনটি খুলে দেয়া হয়েছে, প্রথম থেকে পঞ্চম তলা পর্যন্ত অফিস চালু

বিশ্বে সবার আগে নতুন বছরকে স্বাগত জানাল কিরিবাতি

আন্তর্জাতিক ডেস্ক

২০২৫ সালকে বিশ্বে সবার আগে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ কিরিবাতি। বৃহত্তম ক্রিসমাস দ্বীপসহ কিরিবাতির বিভিন্ন দ্বীপ নতুন বছরের প্রথম প্রভাতটি অভ্যর্থনা করেছে। নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের বিস্তৃত অঞ্চলজুড়ে ৩৩টি প্রবালপ্রাচীর নিয়ে গঠিত কিরিবাতি। দেশটির প্রাকৃতিক বিস্তৃতি প্রায় ৪ হাজার কিলোমিটার পূর্ব থেকে পশ্চিম এবং ২ হাজার কিলোমিটার উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত।

কিরিবাতির পর, দ্বিতীয় দেশ হিসেবে নিউজিল্যান্ড নতুন বছরের উদযাপন শুরু করেছে। নিউজিল্যান্ডের অকল্যান্ডে বিখ্যাত স্কাই টাওয়ারে আতশবাজি এবং আলোকসজ্জার মাধ্যমে ২০২৫ সালকে স্বাগত জানানো হয়েছে। অকল্যান্ডের বিখ্যাত স্কাই টাওয়ারে আতশবাজির ঝলকানি আর হারবার সেতুতে জমজমাট আলোকসজ্জা প্রদর্শনীর মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়। আকাশে আতশবাজি ঝলকানির সাথে সাথে নিউজিল্যান্ডের সবচেয়ে উঁচু এই টাওয়ারের অগ্রভাগ বিভিন্ন রঙে আলোকিত হয়ে ওঠে।

অস্ট্রেলিয়ার সিডনিতেও জমকালো নববর্ষ উদযাপনের প্রস্তুতি চলছে। সিডনির হারবার সেতুতে আতশবাজি ও আলোকসজ্জার মাধ্যমে হাজার হাজার মানুষ নববর্ষ উদযাপন করবে। এর পরে টোঙ্গা এবং সামোয়া নববর্ষের অভ্যর্থনা জানাবে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে নিরাপত্তা ব্যবস্থা সজাগ রেখে ব্যাপকভাবে নববর্ষ উদযাপনের প্রস্তুতি চলছে। ফ্রান্সেও রাত ১১টায় (জিএমটি) নতুন বছরকে স্বাগত জানানো হবে, যেখানে আইন প্রয়োগকারী বাহিনী অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে নিরাপত্তা নিশ্চিত করতে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!