বিশ্বজুড়ে করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা ১৫ লাখ ৪১ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায়ও মৃত্যুবরণ করেছে সাড়ে ৭ হাজার মানুষ।
নতুনভাবে শনাক্ত হয়েছে ৫ লাখ ২৭ হাজারের মতো। মোট সংক্রমিত ৬ কোটি ৭৩ লাখ ৭০ হাজারের কাছাকাছি। দিনে হাজারের বেশি মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি দু’লাখ ৮৯ হাজার ছুঁইছুঁই। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন দেড় কোটির বেশি মানুষ।
রবিবার দ্বিতীয় সর্বোচ্চ ৬শ’র কাছাকাছি মৃত্যু দেখেছে মেক্সিকো ও ইতালি। এছাড়া, তিন থেকে সাড়ে ৪শ’র মতো প্রাণহানি দেখল ইরান, ব্রাজিল, ভারত ও রাশিয়া। নতুনভাবে লকডাউন কড়াকড়ি আরোপের পরেও ইউরোপের দেশগুলোয় ঊর্ধ্বমুখী আছে সংক্রমণের হার।
খুলনা গেজেট/কেএম