বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা তিন কোটি ছাড়ালো। ২৪ ঘণ্টাতেই নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে তিন লাখের বেশি। একই সময়ে ৬ হাজার ২০০ প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। ফলে মোট মৃত্যু ৯ লাখ ৪৫ হাজারের কাছাকাছি। আর মোট শনাক্ত তিন কোটি ছাড়ালো।
কয়েক দিনের ধারাবাহিকতায় গতকাল বুধবারও সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে ছিল ভারত। একদিনে প্রায় ৯৮ হাজার মানুষের দেহে শনাক্ত হয়েছে কোভিড নাইনটিন; মারা গেছেন সাড়ে এগারোশ’র মতো মানুষ। ফলে প্রাণহানি ৮৩ হাজার এবং আক্রান্তের সংখ্যা ৫১ লাখ ছাড়িয়েছে দেশটিতে।
প্রায় ১১০০ মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ২ লাখ এক হাজার তিনশ’ ছুঁইছুঁই। আক্রান্ত সোয়া ৬৮ লাখের বেশি। এক হাজারের কাছাকাছি মৃত্যুতে ব্রাজিলে প্রাণহানি এক লাখ ৩৪ হাজারের বেশি। আক্রান্ত সোয়া ৪৪ লাখ। মেক্সিকোতে ৭২ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা; সংক্রমিত পৌনে ৭ লাখ মানুষ।
এদিন, প্রাণহানিতে স্পেনের পর ফ্রান্সকেও ছাড়িয়েছে পেরু। বিশ্বের সপ্তম দেশ হিসেবে মৃত্যু ৩২ হাজার ছুঁই ছুঁই পেরুতে।
খুলনা গেজেট/এআইএন