খুলনা, বাংলাদেশ | ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  জুলাই-আগস্টে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে সময় লাগবে : উপদেষ্টা আসিফ
  সাবেক বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম মারা গেছেন
  ভারতে হাসপাতালে আগুন লেগে ১০ শিশুর মৃত্যু

বিশ্বে কমছে সুস্থতার হার, বাড়ছে আক্রান্ত-মৃত্যু

আন্তর্জা‌তিক ডেস্ক

করোনা মহামারির সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে ফের বাড়ছে এ রোগে আক্রান্ত ও মৃতের হার, আর তার সঙ্গে পাল্লা দিয়ে কমছে এ রোগে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের সংখ্যা। মঙ্গলবার থেকে বুধবার- ২৪ ঘণ্টার পরিসংখ্যান এমন তথ্যই জানাচ্ছে।

মহামারি শুরুর পর থেকে বিশ্বে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠাদের সংখ্যা বিষয়ক হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, বুধবার বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৫৭ হাজার ৩৬৯ জন এবং মারা গেছেন ১০ হাজার ১১০ জন। এছাড়া এই দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৩৪ হাজার ৮৩৫ জন ব্যক্তি।

আগের দিন মঙ্গলবার বিশ্বে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৫ লাখ ৯৫ হাজার ২৯০ জন এবং মৃতের সংখ্যা ছিল ৯ হাজার ৫০৫ জন। ওই দিন করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ছিল ৪ লাখ ৫০ হাজার ৫০৫ জন।

অর্থাৎ, ২৪ ঘণ্টার ব্যবধানে বিশ্বজুড়ে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ৬২ হাজার ৭৯, মৃতের সংখ্যা বেড়েছে ৬০৫ এবং করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা কমেছে ৪৪ হাজার ৪০৪ জন।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার থেকে বুধবার- ২৪ ঘণ্টায় করোনায় নতুন আক্রান্ত রোগী সবচেয়ে বেশি দেখা গেছে যুক্তরাষ্ট্রে, অন্যদিকে এ রোগে মৃত্যুর হিসেবে শীর্ষে ছিল ইন্দোনেশিয়া।

বুধবার যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৪৯৬ জন এবং এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮৩ জন।

অন্যদিকে, করোনার এশীয় উপকেন্দ্র (এপিসেন্টার) হিসেবে পরিচিতি পাওয়া দেশ ইন্দোনেশিয়ায় বুধবার করোনায় মারা গেছেন ১ হাজার ৮২৪ জন, যা ছিল ওই দিন দৈনিক মৃত্যুর হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু। পাশাপাশি, বুধবার দেশটিতে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৪৭ হাজার ৭৯১ জন।

এছাড়া বুধবার বিশ্বের অন্যান্য যেসব দেশে করোনায় আক্রান্ত-মৃত্যুর উচ্চহার দেখা গেছে সে দেশসমূহ হলো- ব্রাজিল (নতুন আক্রান্ত ৪৮ হাজার ৪৪৩, মৃত্যু ১ হাজার ৩৬৬), ভারত (নতুন আক্রান্ত ৪৩ হাজার ২১১, মৃত্যু ৬৪১), ইরান (নতুন আক্রান্ত ৩৩ হাজার ৮১৭, মৃত্যু ৩০৩), যুক্তরাজ্য (নতুন আক্রান্ত ২৭ হাজার ৭৩৪, মৃত্যু ৯১), ফ্রান্স (নতুন আক্রান্ত ২৭ হাজার ৯৩৪, মৃত্যু ৪০), স্পেন (নতুন আক্রান্ত ২৭ হাজার ১৫০, মৃত্যু ৭৩) এবং রাশিয়া (নতুন আক্রান্ত ২২ হাজার ৪২০, মৃত্যু ৭৯৮)।

বর্তমানে বিশ্বজুড়ে সক্রিয় করোনা রোগীর আছেন ১ কোটি ৪৩ লাখ ৬৬ হাজার ১৬১ জন। তাদের মধ্যে মৃদু উপসর্গ বহন করছেন ১ কোটি ৪২ লাখ ৭৯ হাজার ৯২০ জন এবং গুরুতর অসুস্থ আছেন ৮৬ হাজার ৫৪২ জন।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৯ কোটি ৯৬ লাখ ৪৭ হাজার ৭৬ জন এবং মারা গেছেন মোট ৪২ লাখ ২ হাজার ৭৮৫ জন।

এছাড়া, এ রোগে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ১৭ কোটি ৮০ লাখ ৭৮ হাজার ১৩০ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাও ঘটেছিল চীনে।

তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

কিন্তু তাতেও এই ভাইরাসটির সংক্রমণ নিয়ন্ত্রনে না আসায় অবশেষে ওই বছর ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!